জুলাই আন্দোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, চিফ প্রসিকিউটর বনাম এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্যান্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার জনাব মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ হয়েছে। চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হবে। তিনি চান্দগাঁও থানার এক মামলায় ১২ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।
এ মামলায় আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় শহীদ মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক নিহত হওয়ার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ও জুলাই আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র জনতার বিরুদ্ধে ২৫টির বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে বলে জানান প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।
গত ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে। এ মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত