থাইল্যান্ডে মাদক পার্টি থেকে চার ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার ভোরে কোহ ফাংগান দ্বীপের একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, তারা ইসরায়েলি সেনা। হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদযাপন করছিলেন তারা।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বান সি থানু এলাকার ওই ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালানো হয়। সেখানে চার ইসরায়েলিকে বসে থাকতে দেখা যায়, যাদের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের আসনের নিচ থেকে ০.৫৯ গ্রাম কোকেন ও ১.৩৭ গ্রাম এক্সটেসি পাউডার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা জানায়, তারা ইসরায়েলি সেনা সদস্য এবং গাজা যুদ্ধের অবসান উপলক্ষে ছুটিতে এসে প্রায় ১০-১৫ জন সহকর্মীদের সঙ্গে পার্টি করছিলেন। অভিযোগ পাওয়ার পর বাকিরা ভিলা থেকে চলে যান।
পরবর্তীতে চারজনকে কোহ ফাংগান হাসপাতলে নেওয়া হলে তাদের মূত্র পরীক্ষা পজিটিভ আসে, যেখানে কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়।
ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পল. লে. কর্নেল উইনিত বুনচিত জানিয়েছেন, অভিযুক্তরা দাবি করেছেন—তারা মাদক কিনেছেন পার্টিতে উপস্থিত অন্য কিছু ইসরায়েলির কাছ থেকে, তবে তাদের পরিচয় জানেন না। সূত্র: ব্যাংকক পোস্ট
বিডি প্রতিদিন/একেএ