হংকংয়ের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে রাকিব হোসেনের গোলে সমতা ফেরায় হার এড়িয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।
এ ড্রয়ের ফলে দুটি ম্যাচে বাংলাদেশ পেয়েছে ১ পয়েন্ট, অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। প্রথম লেগে ঢাকায় হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগে জয়ের বিকল্প ছিল না হাভিয়ের কাবরেরার দলের সামনে, তবে শেষ পর্যন্ত শুধু ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রথমার্ধে রক্ষণাত্মকভাবে খেলা বাংলাদেশকে শুরুতে খুব একটা বিপদে ফেলতে পারেনি হংকং। ২২তম মিনিটে শোমিত সোমকে পেছন থেকে ফাউল করে হংকংয়ের এক ডিফেন্ডার, তবে সেই ফ্রি কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়নি।
৩৬তম মিনিটে বড় ভুল করে বসেন ডিফেন্ডার কাজী তারিক রায়হান। সতীর্থের পাস ধরতে গিয়ে বলে বেশি স্পর্শ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর তাড়াহুড়ো করে ফেরনান্দো পেরেইরাকে বক্সে ফাউল করে দেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ম্যাট অর স্পট কিক থেকে মিতুল মারমাকে ভুল দিক পাঠিয়ে গোল করে এগিয়ে দেন হংকং।
৪৪তম মিনিটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। মিতুলের হাত ফসকে বল গোললাইনের দিকে গড়ালে এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করে রক্ষা করেন দলকে।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে কাবরেরা একাধিক পরিবর্তন আনেন। ৬৪তম মিনিটে মাঠে নামেন জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। নামার পরপরই ফাহামিদুল একটি জোরালো শট নেন, যা সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়।
৭৫তম মিনিটে হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয় হংকং। ৮৩তম মিনিটে এই সুযোগ কাজে লাগায় দল। বাঁ দিক থেকে ফাহিমের ক্রস ফাহামিদুল হেডে বাড়িয়ে দেন। সেটি রাকিবের নিখুঁত শটে জাল খুঁজে পায় বল, ম্যাচে ফেরে বাংলাদেশ।
শেষ দিকে আক্রমণ চালালেও জয়সূচক গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে প্রতিপক্ষের মাঠ থেকে একটি মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরেছে জামাল ভূঁইয়ারা।
দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এখনো ‘সি’ গ্রুপের তলানিতেই রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, হংকং তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
বিডি প্রতিদিন/মুসা