চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এনেস্থেশিয়া, পেইন, প্যালিয়েটিভ এন্ড ইনটেনসিভ কেয়ার বিভাগের অধীন পেইন মেডিসিন আউটডোর সেবা চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত এই আউটডোর হতে সেবা প্রদান করা হবে। তবে সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই সেবার উদ্যোগ নেয়া হয়।
চমেক হাসপাতালের এনেস্থেশিয়া, পেইন, প্যালিয়েটিভ এন্ড ইনটেনসিভ কেয়ার বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশীদ বলেন, দীর্ঘ মেয়াদী ব্যাথা, ক্যান্সার রোগীর ব্যাথা এবং জটিল নিরাময় অযোগ্য ব্যাথার নানা ইন্টারভেনশন সেবা বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক এই বিভাগ থেকে প্রদান করা হবে। পেইন মেডিসিন আউটডোর এটি হাসপাতালে সেবায় নতুন সংযোজন।
বিডি প্রতিদিন/নাজমুল