চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সাতবছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম দিদারুল আলম দিদার। দিদার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা এলাকার বাসিন্দা।
সোমবার পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদারুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ১১ অক্টোবর শনিবার দুপুরে শিশুটি তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদারের দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিদার ওই শিশুকে খেলার জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বাবা অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার তার মেয়েকে যৌন হয়রানি করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে কান্নাবিজড়িত কণ্ঠে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন