জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সতর্ক করেছেন, যদি ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধান করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায়, তবে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে যাবে।
বিবিসি প্যানোরামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজা বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না খুঁজে পাই, তাহলে আমরা সবাই ধ্বংসের দিকে যাচ্ছি।
রাজা আবদুল্লাহ বলেন, শান্তির একমাত্র পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান। যেখানে পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে।
তিনি আরও বলেন, আমরা আগেও বহুবার ব্যর্থ হয়েছি কিন্তু এবার যদি রাজনৈতিক সমাধানের কোনো দিগন্ত না খুলি, তাহলে আবারও সংঘাত শুরু হবে।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও বলেছেন, তার দেশ দুই-রাষ্ট্র সমাধানের বিপক্ষে।
জাতিসংঘ অধিবেশনের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতাকে বৈঠকে আহ্বান জানান। সেখানে জর্ডানের রাজাসহ অংশগ্রহণকারীরা বলেন, যদি কেউ এ সংঘাত থামাতে পারেন, তবে তিনি ট্রাম্প।
রাজা আবদুল্লাহ বলেন, প্রেসিডেন্ট জানেন, শুধু গাজার শান্তি নয় পুরো অঞ্চলে স্থায়ী শান্তিই তার লক্ষ্য। আর সেটা তখনই সম্ভব, যখন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ থাকবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পর্কে রাজা বলেন, তিনি তার কথায় কোনো বিশ্বাস রাখেন না। তবে ইসরায়েলে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো কাজ করতে পারে।
হামাসের বিষয়ে তিনি জানান, কাতার ও মিশর নিশ্চিত করেছে, হামাস গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাজি।
তবে জর্ডানের রাজা সতর্ক করেছেন চুক্তির বিস্তারিত অংশেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, যুক্তরাষ্ট্রকে এই প্রক্রিয়ায় দীর্ঘ মেয়াদে সম্পৃক্ত থাকতে হবে।
জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে রাজা আবদুল্লাহর প্রয়াত পিতা রাজা হুসেইনের নেতৃত্বে। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইয়িৎসাক রবিন।
রাজা আবদুল্লাহ বলেন, আমার পিতা বলতেন, তিনি তার সন্তানদের জন্য শান্তি চান। এখন আমারও দুই নাতি-নাতনি আছে, তাদের জন্যও আমি সেই একই শান্তি চাই। কতদিন আমরা একই কথা বলে যাব?
তিনি আরও যোগ করেন, ৮০ বছর ধরে এই অঞ্চলে যুদ্ধ চলছে। এখন সময় এসেছে সবাই একসাথে বলার, এবার যথেষ্ট হয়েছে। শান্তিই একমাত্র বিকল্প।
বিডি প্রতিদিন/নাজমুল