রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাসলিমা আক্তার (৪০) নামে এক নারীর লাশ ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।
তিনি আরও জানান, দম্পতির সন্তানরা ও আত্মীয়-স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাসায় গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে পুরো বাসা তল্লাশি করে। একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া।
গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতের দুই কন্যা তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ করে। এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে। এর আগে নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল