ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চিংড়ি মাছের ওজন বাড়াতে শরীরে বিষাক্ত জেলি পদার্থ মেশানোর দায়ে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
ইউএনও মোশাররফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে উচালিয়াপাড়া মোড়ে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছের ভেতরে জেলি মিশিয়ে প্রতারণা করে আসছিলেন-এমন অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। বাজার থেকে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায়, মাছের শরীরের ভেতরে প্রচুর পরিমাণে বিষাক্ত জেলি মেশানো হয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
অভিযানে মাছ ব্যবসায়ী মোহাম্মদ উদয় (২৫)-কে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি সরাইল উপজেলার বেপারীপাড়া এলাকার রজব আলীর ছেলে।
অভিযানকালে সরাইল থানা পুলিশের একটি দল সহায়তা করে।
বিডি প্রতিদিন/জামশেদ