গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। তবে দেশটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই এবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলকে সতর্ক থাকতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রধান দাবি হলো গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
তিনি স্মরণ করিয়ে দেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিশেষ করে লেবাননে ৪৫শ'রও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। তাই শান্তিপ্রিয় দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ইসরায়েল আবারও প্রতিশ্রুতি ভঙ্গ না করে।
বাঘাই আরও জানান, গাজায় প্রায় ৭০০ দিনব্যাপী হত্যাযজ্ঞ ও অবরোধের পর এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ইরান এই সমঝোতার মূল লক্ষ্য ইসরায়েলি আগ্রাসন বন্ধকে সমর্থন জানালেও, ভবিষ্যৎ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল