মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা। সোমবার তিনি এই মন্তব্য করেন।
ইসরায়েল আগামী বছর ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেবে বলেও উল্লেখ করেন তিনি।
পার্লামেন্ট অধিবেশনে ওহানা ইসরায়েলকে সহায়তার জন্য ট্রাম্পের প্রতি বারবার ধন্যবাদ জানান। বিশেষ করে চলতি বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধে সহায়তা এবং ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
ওহানা বলেন, “মাননীয় প্রেসিডেন্ট, হাজার বছর ধরে ইহুদি জনগণ আপনাকে স্মরণ করবে। আমরা এমন একটি জাতি, যারা মনে রাখে। এই পৃথিবীতে এমন আর কোনও মানুষ নেই, যিনি আপনার চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।” সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ