দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোছা. জান্নাতুন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. এরশাদ (১৬) ও তার মা মোছা. হালিমা (৪৫) নামে আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা আমতলি এলাকায় বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুন দিনাজপুর সদর উপজেলার রামডুমি নিয়াজীপাড়ার বাসিন্দা এবং মো. শাহীনুর ইসলামের স্ত্রী। আহত মো. এরশাদ ও মোছা. হালিমা বীরগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা এবং তাঁরা মো. আব্দুল আজিজের ছেলে ও স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় মদনপুর থেকে মোটরসাইকেলে করে তিনজন বীরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জান্নাতুন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এরশাদ ও হালিমাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর জানান, ‘ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসার বিষয়েও আমরা খোঁজ রাখছি।’
বিডি প্রতিদিন/জামশেদ