বাগেরহাটের মোরেলগঞ্জে ইমরান সরদার নামে অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রবিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতরের পরপরই তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
সোমবার সকালে ইমরান সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইমরান সরদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেরার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর ও মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ