আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি শুরু করেছে বিএনপি। দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।
রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় ব্যারিস্টার নওশাদ জমির বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে দেখা করেন, তাদের খোঁজখবর নেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ১৮০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি সম্পর্কে ধারণা দেন।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে ১৯টি টিম গঠন করা হয়েছে, যা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/হিমেল