বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস (৫৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।
নিহতের বোনজামাই খোরশেদ আলম বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ