“ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন, আমাদের তেঁতুলিয়া পরিচ্ছন্ন রাখুন” শ্লোগানকে সামনে রেখে পর্যটনের শহর তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করলো বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (১৩ অক্টোবর) তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলাসহ পাঁচটি স্থানে ডাস্টবিনগুলো স্থাপন করা হয়েছে। এসময় তেঁতুলিয়াকে পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা থেকে দেখা মেলে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য কাঞ্চনজঙ্ঘা, রয়েছে চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান। প্রতি বছর এখানে প্রচুর পর্যটক এর আগমন ঘটে। তাই তেঁতুলিয়া বাজার পরিচ্ছন্ন রাখতে বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ ।
জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুল ইসলাম বসুন্ধরা শুভসংঘের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি ডাস্টবিনগুলোর যথাযথ ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।
তেঁতুলিয়া উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন জানান, “আমরা শুভসংঘ থেকে আজকে তেঁতুলিয়া তেঁতুল তলা এবং বাজারের পাঁচটি স্থানে ডাস্টবিন স্থাপন করে কার্যক্রম শুরু করলাম। পরবর্তীতে আমরা তেঁতুলিয়া ডাকবাংলো এবং পুরাতন বাজারেও ডাস্টবিন স্থাপন করবো।”
তেঁতুলিয়া উপজেলা শুভসংঘের সভাপতি হুমায়ুন কবির বলেন “তেঁতুলিয়া উপজেলাকে পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ এ ধারা অব্যাহত থাকবে।
এর আগে, পর্যটনের বিকাশ এবং পরিচ্ছন্ন তেঁতুলিয়া গড়তে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলার উদ্যোগে আমরা একটি মিটিং আয়োজন করেছিলাম। সেখান থেকে ১২টি প্রস্তাবনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু মহোদয়কে লিখিতভাবে অবগত করেছিলাম। তিনি সেগুলোর বেশিরভাগই বাস্তবায়ন করেছেন। আমরা তেঁতুলিয়া উপজেলা শুভসংঘ উনাকে ধন্যবাদ জানাচ্ছি।”
ডাস্টবিন স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুল ইসলাম, শিক্ষক মাসুদ রানা, সমাজ সেবক- আতিকুজ্জামান শাকিল, খন্দকার ইমরান, সবুজ আল পায়েল, সাদেকুল ইসলাম উজ্জ্বল, বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলার সদস্য- রবিউল ইসলাম রতন, শাকিল আহমেদ, মেরাজুল ইসলাম, আসলাম আশিক, হাসান তারেক বিজয়, আরিফুল ইসলাম, সাব্বির আহমেদ, শিহাব প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া