‘সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাসের সভাপতিত্বে ও বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহাজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএসটিআই’র সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, বেকারী মালিক হিজবুল গাজী, আলমগীর সমাদ্দার, আলী আশরাফ, গণমাধ্যম কর্মী শেখ ফরিদ আহম্মেদ, শেখ মোস্তফা জামানসহ আর অনেকে বক্তব্য রাখেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ আল মামুন।
এতে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারী, হোটেল রেস্তোরার মালিক, গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা পণ্যের ওজন, মান নিয়ন্ত্রণ এবং গুণগতমানসম্পন্ন পণ্য বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ