পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। এর মাধ্যমে পাকিস্তান ক্রিকেটের বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর আরও এক সদস্যকে হারাল ক্রিকেট ভক্তরা।
পাকিস্তান ক্রিকেটের শুরুর দিকে খেলেছেন ওয়াজির। দেশের হয়ে ২০টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে দুটি সেঞ্চুরিতে করেছেন ৮০১ রান। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে খেলে তার গড় ২৭.৬২। ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অনেক।
ওয়াজিরের অনেক স্মরণীয় ইনিংসের মধ্যে সম্ভবত সবচেয়ে ভালো ইনিংসটি খেলেছেন ১৯৫৪ সালের ওভাল টেস্টে। বিশ্বের প্রথম দল হিসেবে প্রথমবার ইংল্যান্ড সফরে টেস্ট জিতেছিল পাকিস্তান। সেই সিরিজ ১-১ এ ড্র হয়েছিল।
দুই বছর পর করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দলের রান যখন ৫ উইকেট ৭০, তখন অধিনায়ক আব্দুল হাফিজ কারদারের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ওয়াজির। পাকিস্তান সেই ম্যাচে জেতে ৯ উইকেটে। ওয়াজির করেছিলেন ৬৭ রান।
১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো খেলেছিলেন ওয়াজির। সেই সিরিজ বিখ্যাত গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসের কারণে। হানিফও ৩৩৭ রান করেছিলেন একটি ম্যাচে, যেখানে তার ভাই ওয়াজিরের সঙ্গে শতরানের জুটি ছিল। সেই সিরিজে দুইটি সেঞ্চুরিতে ৪৪০ রান করেছিলেন ওয়াজির। তার মধ্যে একটি ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে দ্রুততম শতরান ছিল।
বিডি প্রতিদিন/কেএ