রাঙামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদে ডুবে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তার নাম লতা মারমা (৩৫)। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলাইছড়ি উপজেলার কেঙড়াছড়ি গ্রাম এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার কেঙড়াছড়ি গ্রামের ঘাটের নৌকা করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন লতা চাকমা। যাত্রীবহনকারী নৌকাটি কেরণছড়ি এলাকায় পৌঁছালে নৌকা থেকে হঠাৎ ছিটকে পড়ে লতা চাকমা। মুহূর্তে তলিয়ে যায় কাপ্তাই হ্রদের পানিতে। এসময় সাথে থাকা অন্যান্য যাত্রীরা তাকে উদ্ধার করতে পানিতে ঝাপ দিলেও খুঁজে পাওয়া যায়নি তাকে। পরে হ্রদে মাছ ধরতে আসা জেলেদের জাল ফেলে তল্লাশি চালিয়ে প্রায় ৪ ঘণ্টা পর লতা চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত লতা চাকমার পরিবার সূত্রে জানায়, বিলাইছড়ি উপজেলার কেঙড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী লতা চাকমা। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। মৃত্যুর আগে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বর্তমানে মরদেহটি থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর আইনি পদক্ষেপ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই