প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত জাজিরা টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাগো শরীয়তপুর’ নামের একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এসময় প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ নেন। এ সময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ.কে.এম নাসিরউদ্দিন কালু, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় যুবশক্তির সংগঠক আকরাম হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, শরীয়তপুর ঢাকা বিভাগে আছে, ঢাকা বিভাগেই থাকবে। শরীয়তপুরকে ফরিদপুর অন্তর্ভুক্ত করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। আজকে কিছু সময়ের জন্য পদ্মাসেতু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে অনির্দিষ্ট কালের জন্য পদ্মাসেতু বন্ধ সহ কঠের কর্মসূচি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম