২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক ব্যর্থতার খেসারত দিলেন সুইডেন জাতীয় দলের প্রধান কোচ ইয়ন ডেল টমাসন। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে বাজে পারফরম্যান্সের কারণে তাকে বরখাস্ত করেছে সুইডেন ফুটবল ফেডারেশন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই ড্যানিশ কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
সর্বশেষ সোমবার ঘরের মাঠে কসোভোর বিপক্ষে ১-০ গোলে হারে সুইডেন। বাছাইয়ে এটি ছিল চার ম্যাচে তাদের তৃতীয় হার। এখন পর্যন্ত মাত্র এক পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপের তলানিতে অবস্থান করছে দলটি।
আক্রমণভাগে আলেকসান্দার ইসাক ও ভিক্তর ইয়োকেরেশের মতো তারকা ফরোয়ার্ড থাকলেও গোল খরায় ভুগছে সুইডিশরা। বাছাইপর্ব শুরু করেছিল স্লোভেনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর টানা তিন ম্যাচে হারে তারা। কসোভোর বিপক্ষে দুইবার এবং সুইজারল্যান্ডের বিপক্ষে একবার। এই তিন ম্যাচে একটি মাত্র গোল করতে পেরেছে দলটি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুইডেন জাতীয় দলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ডেল টমাসন। তবে কয়েক মাসের মধ্যেই দায়িত্বের ইতি টানলেন ব্যর্থতার দায়ে।
‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড (১০ পয়েন্ট)। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কসোভো এবং ৩ পয়েন্টে তৃতীয় স্থানে স্লোভেনিয়া। সুইডেন রয়েছে চতুর্থ স্থানে মাত্র ১ পয়েন্ট নিয়ে।
বিডি প্রতিদিন/মুসা