এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচেও ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত রাকিব হোসেনের গোলে লাল-সবুজ শিবির ঘুরে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচের ৩৬তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় পাকিয়ে বক্সেই ফাউল করে বসলেন কাজী তারিক রায়হান। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় হংকং। ম্যাচের ৮৪ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন।
এর আগে, ২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শোমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু উপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায়।
৩৬তম মিনিটে ভুল করে বাংলাদেশকে বড় বিপদে ফেলেন ডিফেন্ডার কাজী তারিক রায়হান। বলের জোরালো ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, আর তা পুনরুদ্ধার করতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসেন হংকংয়ের ফেরনান্দো পেরেইরাকে। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে হংকংকে এগিয়ে দেন ম্যাট অর, মিতুল মারমাকে ভুল দিকেও পাঠিয়ে দেন তিনি।
প্রথম লেগের দেখায় বৃহস্পতিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের টেবিলে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দল।
বিডি প্রতিদিন/মুসা