রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। কেউ ঢোলতবলা নিয়ে গান গেয়ে, কেউ বিভিন্ন সাজে প্রচার চালাচ্ছেন। লিফলেট ও ইশতেহার বিতরণ করে ভোট চাচ্ছেন। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। এদিকে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশপথ ও হলগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচন ঘিরে তেমন কোনো শঙ্কা নেই। সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।
ছাত্রশিবিরসমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর জাহিদ বলেন, ‘সব শিক্ষার্থীর কাছে পৌঁছার চেষ্টা করেছি। তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছি।’ সেই অনুসারে ইশতেহার দিয়েছি। শিক্ষার্থীরা তাদের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে প্রত্যাশা করেন তিনি। গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ে স্বৈরাচার আমল থেকেই আমরা দমনপীড়ন সহ্য করে সংগ্রাম করে আসছি। শিক্ষার্থীরা জানে কারা তাদের অধিকার নিয়ে কথা বলে। তাই আমরা জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী।’ ছাত্রদলসমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, ‘স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ ও নতুন প্রজন্মের আশা-আকাঙক্ষা বাস্তবায়নে আমরা কাজ করছি।’ শিক্ষার্থীরা আমাদের ওপর ভরসা রাখছে। ভোটে সেই ভরসার প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা তার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার হয়েছে। হলগুলোতে তল্লাশি করা হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’