সৌদি আরবের বিশিষ্ট আলেম ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
শুক্রবার জেদ্দার আল-জুফফালি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে আল-আসাদ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মুসলিম বিশ্বজুড়ে ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। ইসলামী শিক্ষা, আন্তধর্মীয় সংলাপ ও মানবকল্যাণে তার দীর্ঘ অবদানের জন্য সবাই শ্রদ্ধা জানিয়েছে।
আব্দুল্লাহ ওমর নাসিফ ছিলেন জেদ্দার কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস এবং আন্তর্জাতিক ইসলামী দাওয়াহ ও রিলিফ কাউন্সিলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বিশ্ব স্কাউট কমিটি এবং মুসলিম স্কাউটসের আন্তর্জাতিক ইউনিয়নেরও নেতৃত্ব দেন। ১৯৯১ সালে ইসলামী শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কিং ফয়সাল পুরস্কার লাভ করেন।
১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ইসলামী ঐক্য ও আন্তধর্মীয় বোঝাপড়ার প্রসারে ভূমিকা রাখেন। শুরা কাউন্সিলের উপ-সভাপতি হিসেবেও তিনি সৌদি আরবের জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ছিলেন।
শিক্ষাক্ষেত্রেও তার অবদান ছিল ব্যাপক। তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ‘দার আল-ইসলাম’ প্রতিষ্ঠা করেন, শিকাগোর ইসলামিক কলেজ ও কেমব্রিজের ইসলামিক একাডেমির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া পাকিস্তানের ইসলামিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং নাইজারের ইসলামিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদেও যুক্ত ছিলেন।
১৯৩৯ সালে জেদ্দায় জন্মগ্রহণকারী নাসিফ কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব সমিতির ফেলো হন। তার মৃত্যু মুসলিম বিশ্বে এক গুরুত্বপূর্ণ নেতৃত্বশূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।
বিডিপ্রতিদিন/কবিরুল