বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী “পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষকতা একটি মহৎ ও চমৎকার পেশা, যেখানে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর মনে স্থান করে নেওয়াই প্রকৃত শিক্ষকতার সাফল্য।
তিনি বলেন, শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে কোন শিক্ষক প্রস্তুত হয়ে ক্লাসে আসেন, তাইআন্তরিকতা ও প্রস্তুতি অপরিহার্য। বর্তমান যুগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের পরিবার দূরে থাকে—তাই শিক্ষকরাই তাদের অভিভাবক।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থী আছে বলেই আমরা শিক্ষক। তাই তাদের শেখার আগ্রহ জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত প্রশিক্ষণ সফল হয় যখন আমরা আন্তরিকভাবে শিখি এবং অন্যকে শেখাতে আগ্রহী থাকি, কারণ শিক্ষকতা একটি নিরন্তর শেখার প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা নিজেরাও আরও উন্নত হই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এসময়ে আরো বক্তব্য রাখেন হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান।
উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও এসব প্রশিক্ষণের মান ও বাস্তব প্রয়োগ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা জরুরি। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, তা শিক্ষাদানে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো সুশিক্ষার মানোন্নয়ন, ফলাফলভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি। তিনি ইউজিসি, ওয়ার্ল্ড ব্যাংক ও সংশ্লিষ্ট প্রকল্প টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি স্থায়ী টিচার ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এসময়ে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস পিএইচডি ও ট্রেজারার প্রফেসর ড. আবুল হাসনাত মোহা. শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন প্রভাষক ও ৩০ জনসহকারী অধ্যাপক।
বিডি-প্রতিদিন/তানিয়া