তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৯৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে হাসমতুল্লাহ শহিদির দল। হোয়াইটওয়াশ এড়াতে এখন বাংলাদেশকে করতে হবে ২৯৪ রান।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু করে আফগানিস্তান। ৯৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ফিফটির পথে থাকা গুরবাজকে ৪২ রানে আউট করেন তানভির ইসলাম।
তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রানে সাজঘরে ফিরেন তিনি। পরে মাঠে নেমেই দুই রানে আউট হন হাসমতুল্লাহ শহিদি। এর কিছুক্ষণ পরই ৯৫ রানে আউট হন ইব্রাহিম জাদরানও।
মাঝের উইকেটগুলো সুবিধা করতে না পারলেও শেষদিকে ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। নবির ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ পায় তার দল।
বিডি প্রতিদিন/এমআই