বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ক্ষমতায় যেতে পারবে না জেনেও জামায়াতে ইসলামী বেশকিছু ভুঁইফোড় দলের নেতৃবৃন্দকে দিয়ে কথিত পিআর পদ্ধতিতে নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। যা কখনো পূরণ হবে না। বিএনপির কোনো কর্মী বেঁচে থাকতে তা হতে দেবে না।
মঙ্গলবার শার্শার বাগআঁচড়ার ২ নং কলোনী গ্রামে উঠোন বৈঠকে বিএনপির এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, নির্বাচন বানচাল করার জন্য দলটি কথিত পিআর পদ্ধতি বাস্তবায়নের নামে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিএনপি নেতা আতাউর রহমান আতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম