বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত এবং মিয়ানমারের এক নাগরিক নিহত হয়েছেন। গতকাল সকালে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাজতাব উদ্দিন। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টায় সীমান্ত পিলার ৫৫ নম্বর থেকে পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক জায়গায় মাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জুম খেত দেখতে যাওয়া মেনথাং নামে মিয়ানমারের এক নাগরিক নিহত এবং মেনসার ম্রো নামে এক বাংলাদেশি আহত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেনসার ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়ার শাংওয়ান ম্রোর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মেনথানং মিয়ানমারের নতুনপাড়ার তাংলাইয়ের ছেলে। তার লাশ ঘটনাস্থলে পড়ে রয়েছে বলে বিজিবি জানিয়েছে।