বাংলাদেশ ব্যাংক তিন মাসে নিলামের মাধ্যমে ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে। গতকাল সর্বশেষ নিলামে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩ কোটি ৮০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১২১ টাকা ৮০ পয়সা। এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি থাকায় বৈদেশিক মুদ্রা প্রবাহ শক্তিশালী হচ্ছে, যার ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এ অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণ করতেই বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে ডলার কিনছে। ১৩ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। এরপর থেকে ১৫টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলো থেকে ডলার কিনে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
চলতি ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও বাংলাদেশ ব্যাংক সীমিত পরিসরে ডলার কেনা অব্যাহত রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।