ভারতে পালিয়ে যাওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী ও হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা মোহাম্মদ তাজবীর হাসানকে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের পর পি কে হালদার পলাতক রয়েছেন।
গতকাল ঢাকা মহানগর হাকিম মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে ১ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দেন। এ সময় বিচারক বলেন, যেহেতু আসামির বিরুদ্ধে অন্যান্য মামলা প্রক্রিয়াধীন সে ক্ষেত্রে এ মামলায় তার রিমান্ড ও কারাগারে আটক রাখার কোনো আবশ্যকতা নেই। এর আগে কারাগার থেকে এদিন আসামিকে আদালতে হাজির করা হয়।
আসামির আইনজীবী সৈয়দা ফাহমিদা হোসেন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। জানা যায়, ৩ অক্টোবর মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কে যাওয়ার পথে তাজবীরকে আটক করা হয়। তার তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট রয়েছে। গোয়েন্দা তথ্য মতে, তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী।