মত-পথ ও আদর্শের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। তিনি বলেন, দলগুলো ঐক্যবদ্ধ না হলে ফ্যাসিস্ট ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বহির্বিশ্বও আমাদেরে বিষয়ে নাক গলানোর সুযোগ পাবে। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মোস্তফা তারেকুল হাসান এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দ্রুত সময়ে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের দায়িত্বহীনতা ও শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন, যা শিক্ষাব্যবস্থার জন্য গভীর সংকেত বহন করে। তিনি বলেন, সামরিক বাহিনীর যারা অপরাধ করেছেন তাদের আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে বিচার হওয়া উচিত।
সামরিক বাহিনীকে কলঙ্কমুক্ত হওয়ার এখনই সময়। এতে আগামীতে কেউ অপরাধ করার সাহস পাবে না।