মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম গতকাল রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমরা দুদকে চিঠি দিয়েছি। দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন এ বিষয়ে অনুসন্ধান করবেন। তিনি আরও বলেন, এ নিয়ে দুই মাস ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
বিষয়টি সুরাহার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আবারও গোলটেবিল বৈঠক কর্মসূচি পালন করা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া ২০ অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব।