নেত্রকোনায় নাগরিক পার্টির সমন্বয় সভায় যোগ দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমরা মনে করছি, আগামীর বাংলাদেশের উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণয়কের ভূমিকায় থাকবে। সাংগঠনিক কাজে জেলা সফরের ধারবাহিকতায় গতকাল দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার সালথি রেস্টুরেন্টে আয়োজিত এক সমন্বয় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আপনারা এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখেছেন, বিএনপি তাদের জায়গা থেকে এককভাবে কখনোই সরকার গঠন করতে পারেনি। আবার যদি দেখেন জামায়াত কখনো বড় পরিসরে জনমানুষের রাজনীতিক হয়ে তাদের প্রতিনিধিত্বও করতে পারেনি।
সেই ক্ষেত্রে আমরা মনে করি, এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের প্রক্রিয়াগুলোর একটি ধারাবাহিকতা লাগবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি, অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।