মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ছবিতে তাঁর চুল ‘গায়েব’ করে দেওয়া হয়েছে এবং মাথার ওপরে এমন কিছু বসানো হয়েছে যা দেখতে ‘ভাসমান মুকুটের মতো’।
টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার প্রচ্ছদে ট্রাম্পের একটি ছবি প্রকাশিত হয়, যেখানে নিচ থেকে তোলা অ্যাঙ্গেলে তাঁকে দেখানো হয়েছে। ট্রাম্পের দাবি, “ছবির নিচ থেকে তোলা অ্যাঙ্গেলটি ভয়ংকর। এতে মনে হচ্ছে, আমার মাথার ওপরের অংশে এক ধরনের ভাসমান ছোট্ট মুকুট বসানো। ওরা আমার চুল নাই করে দিয়েছে!”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও লেখেন, “নিচ থেকে তোলা ছবি আমি কখনোই পছন্দ করিনি। কিন্তু এটা তো ভয়ংকর! একে ধিক্কার জানাতেই হয়। ওরা কী করছে আর কেন করছে, সেটা বোঝা দায়।”
তবে ছবির সমালোচনা করলেও টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিজের ওপর লেখা প্রতিবেদনের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “গল্পটা তুলনামূলকভাবে ভালো লেখা হয়েছে, কিন্তু প্রচ্ছদটাই পুরো ব্যাপারটা নষ্ট করে দিয়েছে।”
এর আগেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে টাইম ম্যাগাজিনকে আক্রমণ করেছিলেন তিনি। সেই সময় প্রকাশিত সংখ্যায় ইলন মাস্ককে নিয়ে একটি কভার স্টোরি প্রকাশ করে ম্যাগাজিনটি। তখন ট্রাম্প বিদ্রূপ করে বলেছিলেন, “টাইম ম্যাগাজিন কি এখনো টিকে আছে? আমি তো ভেবেছিলাম, ওরা বন্ধ হয়ে গেছে।”
টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম “হিজ ট্রায়াম্ফ” (His Triumph) বা “তাঁর বিজয়”। এতে উল্লেখ করা হয়েছে, গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন করার কৃতিত্ব ট্রাম্পের। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের অবসানে এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঘটনাটিকে ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠেছে। তবে ট্রাম্পের দাবি, তিনি শুধু গাজা যুদ্ধই নয়, বিশ্বজুড়ে আরও ছয়টি যুদ্ধ থামিয়েছেন।
সূত্র: টাইম ম্যাগাজিন, বিডি প্রতিদিন/আশিক