ইতালিতে রাতভর একটি বাড়িতে উচ্ছেদের চেষ্টার সময় বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা একথা জানান।
সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের দুইজনের বয়সই ৬০ বছরের বেশি। পরিবারটির তৃতীয় সদস্য পালিয়ে গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএনএসএ জানায়, ভেরোনার কাছে ক্যাস্টেল ডি’আজ্জানোতে বাড়িটি গ্যাসে ভরা ছিল এবং ওই এলাকায় রাতভর অভিযান চালানো হয়। বাড়িটির সদর দরজা খোলার সময় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ ওই বাড়িটি থেকে তিন ভাই-বোনকে উচ্ছেদ করার চেষ্টা করছিল। এর আগে তারা নিজেদের উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ঘটনাবলী পর্যবেক্ষণ করছেন। লাশগুলো বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।
অগ্নিনির্বাপক কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা ও এক বেসামরিক নারী আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম