রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের তবলছড়ি মাঝেরবস্তি এলাকায় অবস্থিত রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
শহীদ মিনার উদ্বোধনের পর এক আলোচনা সভায় যোগ দেন জেলা প্রশাসক। এসময় রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক উৎপল চাকমা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরতে শহীদ মিনারের বিকল্প নেই। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা ও সম্মানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনারের প্রয়োজনতা রয়েছে। শুধু শহীদ মিনার স্থাপন নয়, শিক্ষার্থীদের কাছে শহীদের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের তাগিদ দেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম