পাঁচ দিন দরপতনের পর উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি সব কটি মূল্যসূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। চলতি সপ্তাহের প্রথম দিনসহ আগের সপ্তাহের শেষ চার দিন দরপতন হয় শেয়ারবাজারে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমেছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে এ বাজারটিতে মূল্যসূচকের পতন হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১২০টির। আর ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সব কটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪২ কোটি ৫৫ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার।
২০ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ২২ টাকা ২০ পয়সায় কোম্পানিটির ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৩ লাখ টাকার। ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৩৮ লাখ টাকা।