পকেটে একটি বা দুটি ক্রেডিট কার্ড থাকলেই অনেকে আতঙ্কে থাকেন। কারণ, ক্রেডিট কার্ড যেমন মুশকিল আসান করে, তেমন হিসেব নিকেশ না বুঝে চললে আপদ-বিপদও ডেকে আনে।
তবে ভারতের হায়দ্রাবাদের মনীষ ধমেজাকে দেখলে মনে হবে ক্রেডিট কার্ড খুব শখের কিছু কিংবা নিছক ছেলে খেলা। তার গল্প আপনাকে চমকে দেবে। ক্রেডিট কার্ড শুধুই কেনাকাটা বা বিল পরিশোধের মাধ্যম এই চিরাচরিত ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন মনীষ। ১৬৩৮টি সচল ক্রেডিট কার্ডের অবিশ্বাস্য সংগ্রহ নিয়ে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে তিনি নাম লিখিয়েছেন।
২০২১ সালের ৩০ এপ্রিল সর্বাধিক সংখ্যক সচল ক্রেডিট কার্ড-এর এই রেকর্ডটি নিজের নামে নথিভুক্ত করেন মনীষ। তবে চমকের এখানেই শেষ নয় এতোগুলি কার্ড ব্যবহার করেও তার এক রুপিও ঋণ নেই!
মনীষ ধমেজা দেখিয়েছেন, সুচিন্তিত আর্থিক কৌশল ব্যবহার করে ক্রেডিট কার্ডকে একটি শক্তিশালী আয়ের উৎসে পরিণত করা সম্ভব। তিনি এই কার্ডগুলি ব্যবহার করেন সর্বোচ্চ রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, এয়ার মাইলস এবং ভ্রমণের বিশেষ সুযোগ কাজে লাগাতে। ঋণের বোঝা নয় বরং এই কার্ডগুলি তাঁর জন্য এনেছে একগুচ্ছ সুবিধা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় ক্রেডিট কার্ড ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি সত্যিই ক্রেডিট কার্ড ভালোবাসি। মাইলস্টোন পার করে এবং রিওয়ার্ড পয়েন্ট, এয়ার মাইলস এবং ক্যাশব্যাক ব্যবহার করে আমি বিনামূল্যে ভ্রমণ, রেলওয়ে লাউঞ্জ, এয়ারপোর্ট লাউঞ্জ, ফুড, স্পা, হোটেল ভাউচার, কমপ্লিমেন্টারি ডোমেস্টিক ফ্লাইট টিকিট, শপিং ভাউচার, মুভি টিকিট, গল্ফ সেশন, এমনকি বিনামূল্যে জ্বালানির মতো সুবিধা উপভোগ করি।
২০১৬ সালে ভারতে যখন ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিল করা হয়, তখন মানুষের দুর্ভোগের এক কঠিন চিত্র দেখা যায়। ব্যাঙ্ক ও এটিএম-এর সামনে লেগেছিল লম্বা লাইন। সেই সময় ডিজিটাল পেমেন্টের গুরুত্ব টের পান মনীষ।
তিনি বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্তে দেশজুড়ে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় ক্রেডিট কার্ড আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমাকে নগদ টাকার জন্য ব্যাঙ্কে ছুটতে হয়নি এবং আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটালভাবে খরচ করা উপভোগ করছিলাম।
মনীষ ধমেজার কানপুরের সিএসজেএম ইউনিভার্সিটি থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে বিসিএ এবং লখনউয়ের ইন্টিগ্রাল ইউনিভার্সিটি থেকে এমসিএ ডিগ্রি অর্জন করার পর তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক-ও করেছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল