ক্যামেরার সামনেই ঘটলো মর্মান্তিক ঘটনা। চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত ১৮ হাজার ৩৩২ ফুট (৫,৫৮৮ মিটার) উঁচু নামা পর্বতে ছবি তোলার জন্য নিজের নিরাপত্তা দড়ি (সেফটি রোপ) খোলার পরই ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন এক পর্বত আরোহী। এসময় পা পিছলে খাদে পড়ে যান ওই হাইকার। আর এই পুরো ঘটনাটি ধরেছে ক্যামেরায়। অনলাইনে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
নিহত ওই পর্বত আরোহীর নাম হং। তার বয়স ৩১। গত ২৫শে সেপ্টেম্বর তিনি একটি হাইকিং দলের সঙ্গে পর্বত আরোহণ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হং চূড়ার কাছে পৌঁছানোর পর তুষারাবৃত ঢালে ছবি তোলার জন্য নিরাপত্তা দড়িটি খুলে ফেলেন। সে সময় তিনি আইস অ্যাক্সও ব্যবহার করছিলেন না।
অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, হং সেফটি দড়ি ছাড়া তুষার-ঢাকা ঢালের কিনারে দাঁড়িয়ে নিজের ভারসাম্য সামলানোর চেষ্টা করছেন। হঠাৎ তিনি পায়ের ক্র্যাম্পনে (জুতার নিচে লাগানো কাঁটাযুক্ত ধাতব সরঞ্জাম) আছাড় খেয়ে পিছলে যান। পরের মুহূর্তেই তিনি পর্বতের ঢাল থেকে গড়িয়ে নিচে পড়তে থাকেন। প্রায় ৬৫০ ফুট (২০০ মিটার) নিচে অদৃশ্য হওয়ার আগে অন্য হাইকারদের আতঙ্কে চিৎকার করতে দেখা যায়। চীনা গণমাধ্যম 'রেড স্টার নিউজ' জানিয়েছে, দড়ি খোলার পর দাঁড়ানোর সময় তিনি ক্র্যাম্পনে জড়িয়ে পড়েছিলেন।
হং-এর আত্মীয়রা জানিয়েছেন, এটি ছিল তাঁর প্রথম নামা পর্বত আরোহণ।
এই দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযানে নামে। কাংডিং পৌর শিক্ষা ও ক্রীড়া ব্যুরোর কর্মকর্তারা জানিয়েছেন, হং এবং তাঁর দলটি পর্বতারোহণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেননি বা তাদের পরিকল্পনাও কর্তৃপক্ষকে জানাননি।
নামা পর্বত, নামা পিক নামেও পরিচিত। এটি গংগা পর্বতশ্রেণির অংশ এবং পূর্ব তিব্বত মালভূমির একটি অত্যন্ত উঁচু শৃঙ্গ। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল