রিইউনিয়ন দ্বীপের আকাশে সম্প্রতি এক বিরল মহাজাগতিক দৃশ্য ধরা পড়েছে। অ্যাস্ট্রোফটোগ্রাফারের ক্যামেরায় বন্দী হয়েছে দুটি ধূমকেতু-C/2025 K1 ATLAS এবং C/2025 R2 SWAN।
এদের সমান্তরাল উপস্থিতি শুধু দৃষ্টিনন্দনই নয়, বৈজ্ঞানিকভাবেও তাৎপর্যপূর্ণ। এর মধ্যে ATLAS একটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু, যা অন্য নক্ষত্রমণ্ডল থেকে এসেছে। আর SWAN সৌরজগতের নিয়মিত ধূমকেতু।
ছবিতে বামদিকে ATLAS এবং ডানদিকে SWAN ধরা পড়ে। উভয়ের উজ্জ্বল কোমা ও সূর্যের আলোয় আলোকিত লেজ স্পষ্ট দেখা যায়। যদিও বাস্তবে তাদের কক্ষপথ ভিন্ন, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সমান্তরাল অবস্থান তৈরি হয়।
বিজ্ঞানীদের মতে, ATLAS আন্তঃনাক্ষত্রিক পদার্থের গঠন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর SWAN-এর নাম এসেছে Solar Wind ANisotropies যন্ত্র থেকে। রিইউনিয়ন দ্বীপের পরিষ্কার ও অন্ধকার আকাশ এই বিরল দৃশ্য ধারণে সহায়ক ছিল। মহাকাশের এই ক্ষণস্থায়ী প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয়, মহাবিশ্ব কতটা গতিশীল ও রহস্যময়।
তথ্য সূত্র- টেকনো সায়েন্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ