সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সঙ্গীত শিল্পী শামিমা পারভীন রত্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১১ টার দিকে শহরের মেহেদী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামিমা পারভীন রত্না সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তিনি সাতক্ষীরা শহরের মেহেদি মার্কেট এলাকার শওকত হোসেনের মেয়ে।
রবিবার রাত ১১ টার দিকে শামীমা পারভীন রত্না শহরের সুলতানপুরের পিটিআই মাঠ থেকে একটি মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। শহরের মেহেদি মার্কেটের নিজবাসার নিচে পৌঁছাতেই সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন