পৃথিবীর বায়ুমণ্ডলে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (সান্তা বারবারা) এক গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলীয় নদী (সরু আর্দ্র বায়ুর প্রবাহ, যা প্রচুর জলীয় বাষ্প বহন করে) ধীরে ধীরে মেরুর দিকে সরে যাচ্ছে।
বায়ুমণ্ডলীয় নদী স্থলভাগে পৌঁছালে বাষ্প মেঘে রূপ নেয় এবং প্রচুর বৃষ্টি বা তুষারপাত ঘটায়। কোনো কোনো সময় এটি তীব্র বন্যাও সৃষ্টি করতে পারে। সাধারণত এসব নদী নির্দিষ্ট পথে প্রবাহিত হতো।
কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, প্রায় ৪০ বছরে এদের অবস্থান কয়েক ডিগ্রি অক্ষাংশ সরে গেছে। সহজভাবে বললে, ঝড়ের গতিপথ লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকোর মধ্যবর্তী দূরত্বের মতো সরে গেছে।
প্রথমে ধারণা করা হয়েছিল, মানুষের কারণে তৈরি বৈশ্বিক উষ্ণতাই এই পরিবর্তনের মূল কারণ। কিন্তু বিশ্লেষণে দেখা যাচ্ছে, সমুদ্রের অবস্থার পরিবর্তন, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার ভিন্নতাও বড় ভূমিকা রাখছে।
এ পরিবর্তনের ফলে জলবায়ুর ধরনেও পরিবর্তন আসছে। যেখানে আগে নিয়মিত শীতে বৃষ্টি হতো, সেখানে খরা দেখা যাচ্ছে। আবার উচ্চ অক্ষাংশের কিছু এলাকায় অস্বাভাবিক ঝড় হচ্ছে।
বিজ্ঞানীরা স্যাটেলাইট, আবহাওয়ার বেলুন ও বিভিন্ন স্থল স্টেশনের ১৯৭৯ সাল থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ ফলাফল পেয়েছেন। গবেষণাটি বিজ্ঞান জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল