ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার, দৃশ্যমান বিচার চায় না ভারত। কারণ এটা হলে এ দেশকে আর গোলামের জিনজিরে আবদ্ধ করতে পারবে না তারা। গতকাল মাদারীপুর শহরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত গণসমাবেশে তিনি এসব বলেন।
রেজাউল করীম বলেন, বিএনপি বলেছে, নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা জুলাই সনদের আইনি ভিত্তি দেবে। আমাদের কথা হলো- সেটা এখন দিতে অসুবিধা কী? এখানে অন্য উদ্দেশ্য থাকতে পারে, না হয় এখনই সনদের আইনি ভিত্তি দিতে আপত্তি কেন? তিনি আরও বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচারের আগেই বর্তমান সরকার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে। যে মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল তাদের উপহারগুলো তাদের না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানালেন।