ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ নির্বাচনি কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তাসহ দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।