বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে, অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদের ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দেবে, আমার কর্ম বলে দেবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।
গতকাল সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে প্রধান অতিথি ঘোড়াঘাট পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে যোগদান দেন।