গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকে বিজয়ী হতে হবে।’ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়নের কারণে বিএনপি জামায়াতসহ কোনো রাজনৈতিক দল রাস্তায় দাঁড়াতে পারেনি। গতকাল বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি ছিলেন কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার ও প্রচারণা সহসম্পাদক সোহাগ হোসেন, সদস্য হাজী মো. কামাল হোসেন, বিভাগীয় উপকমিটি সদস্য শাহাজাহান চৌধুরী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশীদ (মামুন)। সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. গোলাম আজম। নুরুল হক নুর বলেন, পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। রাষ্ট্র সংস্কার অন্যতম জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, ভিন্নমতের মানুষের নামে মামলা দিয়ে, হামলা করে এই দেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। এখন দেশে মুক্ত পরিবেশ বিরাজ করছে।’