পানির নিচে টানা ২৯ মিনিট ৩ সেকেন্ড শ্বাস বন্ধ রেখে বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিচিচ।
৩ মিটার গভীর একটি সুইমিংপুলের তলায় থেকে তিনি এ রেকর্ড গড়েন, যা আগের রেকর্ডের চেয়ে প্রায় পাঁচ মিনিট বেশি।
সাধারণত মানুষ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ রাখতে পারে। তবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিডাইভাররা প্রায় আধা ঘণ্টা পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম হন।
এ ধরনের সাফল্য আসে দীর্ঘদিনের কঠোর শারীরিক ও মানসিক অনুশীলনের মাধ্যমে। এর মধ্যে ডায়াফ্রামেটিক ব্রিদিং, কার্ডিওভাসকুলার কন্ডিশনিং এবং ধ্যান অন্যতম।
অভিজ্ঞ ফ্রিডাইভার মারিচিচ এ চেষ্টার আগে অক্সিজেন ব্যবহার করেন এবং এখন তিনি পানির নিচে সবচেয়ে দীর্ঘ সময় শ্বাস ধরে রাখার বিশ্বরেকর্ডের অধিকারী। সূত্র: সামা টিভি
বিডি প্রতিদিন/নাজিম