রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। তাদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম শেখ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটি পণ্যবাহী ট্রাক গোয়ালন্দ মোড় থেকে ছেড়ে এসে কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা একটি ছোট পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও সহযোগী নিহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ