নেপাল এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য। শনিবার ছিল এশিয়ার এ উঠতি দলটির এক মাইলফলকের দিন। প্রথমবারের মতো খেলতে নামে দ্বিপক্ষীয় সিরিজ। তাও আবার দুবারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এমন ঐতিহাসিক টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের স্মরণীয় করে রাখল নেপাল। শারজাহতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম জয় তুলে নিল হিমালয়ের দেশ। এর আগে ২০১৪ সালে তৎকালীন সহযোগী সদস্য আফগানিস্তানকে হারিয়েছিল নেপাল। শনিবার প্রথমে ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। দলের হয়ে অধিনায়ক রোহিত পাউড়েল সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। বল হাতেও তিন ওভারে ২০ রান খরচে একটি উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এ ছাড়া কুলশ মল্লা ৩০, গুলশান ২২ ও দীপেন্দ্র ১৭ রান করেন। জবাবে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আকিল হোসেনের দল। দলের সর্বোচ্চ ২২ রান করেন বিদেইসি। শেষ পর্যন্ত ১২৯ রানে থেমে যায় ক্যারিবীয়রা। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক রোহিত, ‘অসাধারণ অনুভূতি। অনেক অপেক্ষার পর টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারলাম।’ টি-২০তে পূর্ণ সদস্যের বিপক্ষে অষ্টম ম্যাচে এসে অবশেষে প্রতীক্ষিত জয়ের দেখা পেল দলটি। অন্যদিকে সহযোগী দলের বিপক্ষে আবারও ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে আয়ারল্যান্ড, ২০১৬ সালে আফগানিস্তান ও ২০২২ বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছেও হেরেছিল ক্যারিবিয়ানরা। যদিও এর আগে ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ১০১ রানে হেরেছিল নেপালিরা।
শিরোনাম
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম