বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যেভাবে গত ১৭ বছর বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, ঠিক তেমনিভাবে দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ধ্বংসের পথে নিয়ে গেছে। ক্রীড়াঙ্গনকে দলীয়করণ থেকে মুক্ত করে নতুন করে গড়ার সময় এসেছে। আমরা দলীয়করণমুক্ত ক্রীড়াঙ্গন চাই।
রবিবার বিকালে ভোলার গজনবী স্টেডিয়ামে ‘মীরপুর সোনালী অতীত ক্লাব’ এবং ‘ভোলা সোনালী অতীত ক্লাব’-এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। গত ১৭ বছর মাদকের করাল গ্রাসে আক্রান্ত হওয়া যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই।
ভোলা সোনালী অতীত ক্লাব আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরীফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ ইকবাল আলমাস, ভোলা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল হুদা গোফরান, ভোলা সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমুখ।
প্রীতি ফুটবল ম্যাচে ভোলার সোনালী অতীত ক্লাবের মুখোমুখি হয় মীরপুর সোনালী অতীত ক্লাব। দুই দলের মারমুখী খেলায় মীরপুর সোনালী অতীত ক্লাব ৪-২ গোলে ভোলা সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
মীরপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে মাঠে খেলেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক আমিনুল হক, বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় আলফাজ উদ্দিন, জাহিদ হাসান অ্যামিলি ও সাব্বিরসহ আরও অনেকে। আর ভোলার সোনালী অতীত ক্লাবের পক্ষে মাঠে খেলেন ভোলার স্থানীয় সাবেক ফুটবলাররা।
বিডিপ্রতিদিন/কবিরুল