রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় সেরাজুল ইসলাম হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায় এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সেরাজুল এবং আসামিরা একই পরিবারের সদস্য এবং তাদের পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় গত বছরের ৩০ ডিসেম্বর দুপুরে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিনের হাড়িভাঙ্গা গ্রামের আইলমারি নামক পাতারে বস্তাবন্দী অবস্থায় সেরাজুলের মৃতদেহ পরিবারের সদস্যদের মাধ্যমে সনাক্তকরণ করে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের মামা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম